বড়দিনের রাতে তীব্র গতির সরকারি বাস পিষে দিল অটোকে। গুরুতর আহত অবস্থায় অটোচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় সরকার (৪৫)। তিনি চেতলার বাসিন্দা।
ক্রিসমাসের রাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে নিউ আলিপুরে। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, একটি সরকারি বাস তারাতলা থেকে নিউ আলিপুরের দিকে যাচ্ছিল। আর নিউ আলিপুর থেকে তারাতলার দিকে যাচ্ছিল ওই অটোটি। নিউ আলিপুর মিলিটারি ক্যাম্পের সামনের রাস্তায় বাঁক নিয়ে যায় অটোটি। সেই সময়েই ঘটে দুর্ঘটনা। উল্টোদিন থেকে আসা দ্রুত গতির বাসটি সজোরে ধাক্কা মারে অটোতে। তীব্র ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোটি। স্থানীয়রা জানিয়েছেন, অটোটি ছিল ট্রায়াঙ্গুলার পার্ক-শখেরবাজার রুটের। দুর্ঘটনার সময় চালক একাই ছিলেন অটোতে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
ইতিমধ্যেই ঘাতক বাস এবং চালককে আটক করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজও। মৃতের পরিবার এবং ট্রায়াঙ্গুলার পার্ক-শখেরবাজার রুটের অটোচালকদের একাংশের অভিযোগ, দুটি সরকারি বাসের রেষারেষির জেরেই প্রাণ হারাতে হয়েছে সঞ্জয়কে। ঘাতক বাসের চালকের কঠিন শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।
Be the first to comment