পুরীর সমুদ্র সৈকতের একবারে মাঝামাঝি জায়গায় বিশাল সান্তা। যিনি প্লাস্টিক দূষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তাঁকে যত্ন করে তৈরি করেছেন সুদর্শন পট্টনায়ক ও তাঁর ছাত্ররা। সুদর্শনের এবারের নয়া চমক প্লাস্টিকের বিরুদ্ধে পরিবেশ বাঁচাতে প্লাস্টিকের বোতলে তৈরি সান্তা। মোট ১০ হাজার প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হয়েছে প্রকাণ্ড সান্তা বুড়ো। যা নাকি বিশ্বের সবচেয়ে বড় সান্তা ক্লস।
মোট ৩০ ফুট উঁচু সান্তা তৈরি করতে ৮০০ টন বালি খরচ হয়েছে। ৪০ জন ছাত্র নিয়ে নিজের অন্যতম বড় সৃষ্টি তৈরি করেছেন সুদর্শন। ১ জানুয়ারি পর্যন্ত পুরীর সমুদ্র সৈকতেই থাকবে #readytochange বার্তাবাহী সান্তা ক্লস।
Be the first to comment