নতুন ২০ টাকার নোট বাজারে ছাড়তে চলেছে আরবিআই

Spread the love

পুরনো কুড়ি টাকার নোট আর নয়। এ বার নতুন ২০ টাকার নোট বাজারে ছাড়তে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। নভেম্বরেই নতুন ১০০ টাকার নোট বাজারে এসেছে। তার আগে, ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নতুন নোট চালু হয়েছে। নোটবন্দির পরে ২০০ ও ২০০০ টাকার নতুন নোটও চালু হয়েছে বাজারে।

মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি নতুন নোট চালু হবে বাজারে। পুরনো নোটের থেকে এর আকার ও নকশাও হবে অনেকটাই আলাদা। ২০১৬ সালের নভেম্বরের পর থেকে মহাত্মা গান্ধী সিরিজে (পুরনো) বদল এনেছে আরবিআই। নতুন ২০ টাকার নোটেও সেই বদল দেখা যাবে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নতুন নোটের রং হতে পারে সবুজ। শীর্ষ ব্যাঙ্কের নতুন গর্ভনর শক্তিকান্ত দাসের প্রথম সই করা নোটের নকশা ঠিক কেমন হবে সেটা জানতে আরও একটু অপেক্ষা করতেই হবে। নভেম্বরেই ল্যাভেন্ডার রঙা নতুন ১০০ টাকার নোট চালু হয়েছে বাজারে। পুরনো নোট বাতিল না করেই নতুন নোট চালু করেছে আরবিআই।
আরবিআই সূত্রে খবর, ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বাজারে চালু ২০ টাকার নোটের মোট সংখ্যা ছিল ৪৯২ কোটি।

চলতি বছরে সেটা পৌঁছেছে প্রায় ১০০০ কোটিতে। সমীক্ষা বলছে, চলতি বছরে মার্চ পর্যন্ত ভারতীয় মুদ্রার প্রায় ৯.৮ শতাংশই ছিল ২০ টাকার নোট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*