সিবিআইকে চিঠি দিলেন ম্যাথু স্যামুয়েল

Spread the love

নারদ তদন্তের অগ্রগতি প্রসঙ্গে জানতে চেয়ে সিবিআইকে চিঠি দিলেন ম্যাথু স্যামুয়েল। চিঠিতে নারদ কাণ্ড কোন পথে তা জানতে চাওয়া হয়েছে। যদিও সিবিআই সূত্রের খবর, ম্যাথুকে তারা এবিষয়ে জানাতে বাধ্য নয়। ২০১৬ সালে আলোড়ন ফেলে দিয়েছিল নারদ কাণ্ড। বিধানসভা নির্বাচনের আগে ম্যাথুর পেশ করা ভিডিও দেখে হতচকিত হয়ে গিয়েছিলেন বঙ্গবাসী। তারপর বহু জল গড়িয়েছে।

২০১৯ লোকসভা নির্বাচনের আগে ফের একবার নারদকাণ্ড নিয়ে সরব হলেন ম্যাথু স্যামুয়েল। নারদ কাণ্ডে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে সিবিআইকে চিঠি দেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েল। নারদ কাণ্ডে তদন্ত কোন পথে অগ্রগতি হয়েছে তা জানতে চেয়েই এই চিঠি। সেখানে তিনি জানতে চান এই কাণ্ডের তদন্তের স্বার্থে তাঁকে বারবার তলব করা হয়েছে। তদন্তের স্বার্থে তিনিও প্রতিবারই সিবিআই দফতরে গিয়েছেন। সিবিআইকে সমস্ত ধরনের নথিও দিয়েছেন তিনি। কিন্তু এই তদন্ত বর্তমানে কোন পথে রয়েছে তা তিনি জানতে চান। ম্যাথুর দাবি তিনমাস আগে সিবিআইয়ের এক কর্তা তাঁকে জানান, তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

সিবিআই সূত্রে খবর, ম্যাথুর করা মেল তারা গ্রহণ করেছেন। তবে যে অভিযোগ ম্যাথু তুলেছেন তা ভিত্তিহীন। নারদ তদন্তের অগ্রগতি নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে রিপোর্ট জমা পড়েছে। কিন্তু তদন্তের স্বার্থে এবিষয়ে তারা ম্যাথুকে জানাতে বাধ্য নন। তদন্তের স্বার্থে আগামী বছরের শুরুতে ফের ম্যাথুকে তলব করা হবে বলেও সিবিআই সূত্রে খবর মিলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*