জিএসটি প্রসঙ্গে আবার মোদী সরকারকে কটাক্ষ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। জিএসটি নিয়ে মোদী সরকার নিজেদের অবস্থান পরিবর্তন করছে বলে বুধবার তিনি দাবি করেন। এ প্রসঙ্গে একাধিক টুইটও করেন তিনি। তিনি লেখেন, একদিন আগে পর্যন্ত একই হারে জিএসটি মোদী সরকারের কাছে ছিল বোকামির নামান্তর আর আজ সেটাই কেন্দ্রের ঘোষিত লক্ষ্য। এই মন্তব্যের একটি সুনির্দিষ্ট প্রেক্ষাপট আছে। তা হল মাত্র কয়েকদিন আগে জিএসটি কাউন্সিলের ৩১ তম বৈঠক হয়। সেখানে বেশ কয়েকটি পণ্যের উপর থাকা জিএসটি কমানোর সিদ্ধান্ত হয়। মোট ২৩ পণ্যের উপর থাকা জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ বা ৫ শতাংশ করা হয়েছে।
এর পাশাপাশি অর্থমন্ত্রী অরুণ জেটলি সোমবার জানান সমস্ত পণ্যের উপর থাকা জিএসটিকে আরও সরল করার চেষ্টা হচ্ছে। প্রতিটি পণ্যের উপর ১২ থেকে ১৮ শতাংশ বা তার মাঝামাঝি কোনও একটা হারে জিএসটি বসানো যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে।
Be the first to comment