বিমানের টয়লেটে বসে ধূমপান করতে গিয়ে ধরা পড়লেন এক যাত্রী

Spread the love

মাঝ আকাশে ধূমপান করতে নাছোড় এক যাত্রীকে দিন কয়েক আগেই বিমান থেকে নামিয়ে দিয়েছিল বিস্তারা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এ বার বিমানের টয়লেটে বসে ধূমপান করতে গিয়ে ধরা পড়লেন এক যাত্রী। অবতরণের পরই তাঁকে আটক করল সেন্ট্রাল ইন্ডিস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)।

২৫ ডিসেম্বর ঘটনাটা ঘটেছে ইন্ডিগোর বিমানে। আহমেদাবাদ থেকে গোয়াগামী ইন্ডিগো ৬ই-৯৪৭ বিমানের ওই যাত্রীকে মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে সিআইএসএফ।

সূত্রের খবর, আহমেদাবাদ থেকে উড়ান শুরুর পরই ওই যাত্রী ঘন ঘন টয়লেটে যাওয়া শুরু করেন। প্রতি বারই টয়লেট থেকে সিগারেটের কড়া গন্ধ  ভেসে আসছিল বিমানের ভিতর। বার কয়েক বিমানসেবিকারা তাঁকে সতর্কও করেন। তবে, তিনি ধূমপানের কথা অস্বীকার করেন। গোয়াতে বিমান অবতরণের পরই তাঁকে আটক করে সিআইএসএফ। জেরায় অপরাধের কথা স্বীকারও করেছেন তিনি।

সিআইএসএফের এক আধিকারিক জানিয়েছেন, ডমেস্টিক ফ্লাইট বা অন্তর্দেশীয় উড়ানে ধূমপান নিষিদ্ধ। সব জেনেও ওই যাত্রী এই অপরাধ করেছেন। নিয়মমাফিক তাঁকে শাস্তি দেওয়া হবে।

দিনকয়েক আগেই অমৃতসর-দিল্লি-কলকাতাগামী বিস্তারা এয়ারলাইন্সে এক যাত্রীকে ধূমপান করতে নিষেধ করায় তিনি বিমানের ভিতর অশালীন আচরণ শুরু করেছিলেন। বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। উড়ানেও বিলম্ব হয় প্রায় ঘণ্টা তিনেক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*