আর ভাগাভাগি নয়। নতুন বছরেই নতুন হাইকোর্ট পেতে চলেছে অন্ধ্রপ্রদেশ। জানুয়ারির ১ তারিখ থেকেই কার্যকরী হবে এই হাইকোর্ট। বুধবারই বিষয়টিতে সবুজ সিগন্যাল দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সূত্রের খবর, ২০১৪ সালের ২ জুন আলাদা হয়ে যায় অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনা। কিন্তু হাইকোর্টের যাবতীয় কাজকর্ম যৌথভাবে পরিচালিত হত হায়দরাবাদ থেকেই। ফলে বেশকিছু ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দেখা দিত। সেই সমস্যার সমাধানেই অন্ধ্রপ্রদেশের জন্য পৃথক হাইকোর্টের ভাবনা চিন্তা শুরু হয়। নতুন এই হাইকোর্টটি তৈরি হবে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে। নাম হবে ‘হাইকোর্ট অফ অন্ধ্রপ্রদেশ’। আর পুরনোটির নাম হবে ‘হাইকোর্ট অফ তেলঙ্গানা’। নতুন এই হাইকোর্ট নিয়ে দেশের হাইকোর্টের সংখ্যা দাঁড়াবে ২৫টিতে। উত্তরাখন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি রমেশ রঙ্গনাথন অন্ধ্রপ্রদেশে হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন।
Be the first to comment