পিয়ালি আচার্য,
সুন্দরবন কাপের পুরস্কার প্রদান এবং পরিষেবা প্রদান অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র অনান্য তীর্থক্ষেত্র বা যেখানে কুম্ভ হয় সেখানে অনেক টাকা দেয়, অনেক কিছু করেন। কিন্তু গঙ্গাসাগরের দিকে কেন্দ্র তাকিয়েও দেখে না। আমরা ভিক্ষা চাইনা।
মুখ্যমন্ত্রী অতীতে ফিরে গিয়ে বলেন, ২০১২ সালে এসে দেখেছি জায়গাটা খুব নোংরা, তীর্থযাত্রীদের থাকার জায়গা ছিল না। গঙ্গাসাগরে সারা বছরই মানুষ আসেন। এর ফলে লক্ষী আসছে। তীর্থ বাড়ছে, কাজ বাড়ছে। আমরা কেন্দ্রকে বলেছিলাম ভোরসাগর বন্দর গড়তে, কিন্তু ওরা বলেছিল তাজপুরে গড়বে। ৭৪ শতাংশ শেয়ার দেওয়ার কথা বলেছিল। আমরা তাতেও রাজি ছিলাম কিন্তু মুড়িগঙ্গার উপর লোহার ব্রিজটা গড়ে দিতে বলেছিলাম। ৪ বছর হয়ে গেলো কেন্দ্রের কোনও উচ্যবাচ্য নেই।
দেখুন ছবি-
Be the first to comment