নিজস্ব প্রতিবেদনঃ ছবি মুক্তির নির্ধারিত তারিখের আর ১৫ দিনও বাকি নেই, কিন্তু তার আগেই অনিশ্চিত হয়ে পড়ল পদ্মাবতী ছবির মুক্তি। প্রথমে রাজপুত কারনি সেনা, এবার খোদ সেন্সর বোর্ডের রোষানলে পড়েছে সঞ্জয় লীলা বনশালির ছবি। সেন্সর বোর্ডের প্রধান প্রসূন জোসী জানিয়েছেন, সেন্সর বোর্ডে এখনও ছবির কাগজপত্রই জমা করতে পারেনিন ছবির নির্মাতা। এদিতে তার আগেই বিভিন্ন জায়গায় ছবি দোখানোর ব্যবস্থা করে ফেলেছেন পরিচালক। শুধু তাই নয়, একাধিক মিডিয়া ছবিটির রিভিউ দিতে শুরু করেছে। এদিকে সেন্সর বোর্ড ছবিটি দেখেইনি। ফলে এই মূহুর্তে ছবির মুক্তি অনিশ্চিত। কারন মুক্তির অন্তত একমাস আগে বোর্ডের সার্টিফিকেট নিতে হয়। এই ঘটনার পর ছবির প্রযোজনা সংস্থা ভায়াকম 18 একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ছবিতে রাজপুত সম্প্রদায়কে আঘাত করে কিছু দেখানো হয়নি এবং মুক্তি পিছিয়ে যাওয়ায় তারা দুঃখিত। তারা আশা রাখছেন খুব শীগগিরই ছবি মুক্তির দিন পাওয়া যাবে। কিন্তু রাজপুত কারনি সেনা কিন্তু এখনও হাল ছেড়ে দেয়নি। রাজস্থানের চিতোড়গড় ফোর্টে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দাবি পদ্মাবতীর মুক্তি আটকাতে হবে। নাক কাটার হুমকি পেলেও ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জানিয়েছেন, এত সহজে তিনি হাল ছাড়বেন না। জীবনের দুটি বছর তিনি পদ্মাবতীকে দিয়েছেন।
Be the first to comment