গোরাবাজারে শুটআউটের ঘটনায় নয়া মোড়, গ্রেফতার ১

Spread the love

গোরাবাজার খুনে নয়া মোড়। আলাউদ্দিন নামে এক দুষ্কৃতী গুলি চালিয়েছে বলে সন্দেহ পুলিশের। তবে সন্দেহের তালিকা থেকে বাদ নয় বাচ্চু দাস। দুই দুষ্কৃতী ঘটনায় জড়িত বলে অনুমান।

প্রসঙ্গত, শুক্রবার গোরাবাজারে ভর সন্ধ্যায় দমদমে দুষ্কৃতী হামলায় নিহত এক ডেকরেটার্স কর্মী। নিহতের নাম গণেশ কুণ্ডু। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাইকে চেপে দুই দুষ্কৃতী তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করে। দিন কয়েক আগে দোকান মালিক প্রণব সাহার সঙ্গে গণেশ কুণ্ডুর গন্ডগোল হয়। তার জেরেই এই খুন কিনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় দোকানপাঠ। ঘটনায় ইতিমধ্যেই বাচ্চু নামক একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক ভাবে পুলিশের দাবি, এদিন বাইকে চেপে আসে দুই দুষ্কৃতী দল ৷ তাদের মুখে মাফলার ঢাকা ছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন গণেশবাবু। আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । স্থানীয় এক নম্বর রেলগেট কোয়ার্টারের এই বাড়িতেই গত ১০ বছর একাই থাকতেন গণেশ কুণ্ডু। তাঁর আসল বাড়ি উত্তর চব্বিশ পরগণার মছলন্দপুরে। তবে প্রতিবেশীদের দাবি গণেশের উপর কেন দুষ্কৃতী হামলা হল? তা এখনও স্পষ্ট নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*