রাজ্যসভায় এক সাংসদ প্রশ্ন করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এযাবৎ বিদেশ সফরে খরচ করেছেন কত টাকা? প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই বা বিদেশ সফরে কত টাকা খরচ করেছেন? এই প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং জানিয়েছেন, ২০১৪ সালের জুন থেকে ২০১৮ পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ হয়েছে ২০২১ কোটি টাকা। চ্যাটার্ড ফ্লাইট, বিমানের রক্ষণাবেক্ষণ এবং হটলাইনের জন্য ওই অর্থ খরচ করা হয়েছে।
একইসঙ্গে ভি কে সিং জানিয়েছেন, যে ১০টি দেশ ভারতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে, তারাও মোদীর সফরসূচিতে ছিল। ২০১৪ সালে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ ছিল ৩ লক্ষ ৯৩ হাজার ৫ ডলার। ২০১৭ সালে তা বেড়ে হয়েছিল ৪ লক্ষ ৩৪ হাজার ৭৮২.২ ডলার। ভি কে সিং বলেন, দ্বিতীয়বার ইউপিএ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী মনমোহন সিং এর চ্যাটার্ড ফ্লাইটের জন্য খরচ হয়েছিল ১৩৪৬ কোটি টাকা। ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৮ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর বিমান রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয়েছিল ১৫৮৩ কোটি ১৮ লক্ষ টাকা। চ্যাটার্ড ফ্লাইটের পিছনে খরচ ৪২৯ কোটি ২৫ লক্ষ টাকা। হটলাইনের জন্য খরচ ৯ কোটি ১১ লক্ষ টাকা।
২০১৪ সালের মে মাসে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী মোট ৫৫ টি দেশে ভ্রমণ করেছেন। তাঁকে নিয়ে মোট ৪৮ বার বিদেশে উড়ে গিয়েছে বিমান। কয়েকটি দেশে তিনি একাধিকবার গিয়েছেন। প্রধানমন্ত্রীর চ্যাটার্ড ফ্লাইটের জন্য ২০১৪-১৫ সালে খরচ হয়েছিল ৯৩ কোটি ৭৬ লক্ষ টাকা। ২০১৫-১৬ সালে খরচ হয়েছিল ১১৭ কোটি ৮৯ লক্ষ টাকা। ২০১৬-১৭ সালের খরচ ৭৬ কোটি ২৭ লক্ষ টাকা এবং ২০১৭-১৮ সালের খরচ ৯৯ কোটি ৩২ লক্ষ টাকা। ২০১৮-১৯ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত খরচ হয়েছে ৪২ কোটি টাকার কিছু বেশি।
Be the first to comment