ডিউটি আওয়ার শেষ হওয়ার পরে আর অফিসের কাজ সংক্রান্ত ফোন অথবা ই-মেলের জবাব দিতে বাধ্য থাকবেন না কর্মী। সরকারি কোনও অনুষ্ঠানে পরিবেশন করা হবে না আমিষ খাবার। দেশে গরুর সংখ্যা স্থিতিশীল রাখার জন্য তৈরি হোক পৃথক সরকারি সংস্থা। এই মর্মে কয়েকটি প্রাইভেট মেম্বারস বিল লোকসভায় পেশ হল শুক্রবার।
মন্ত্রিসভার সদস্য ছাড়া অপর কেউ সংসদে বিল পেশ করলে তাকে প্রাইভেট মেম্বারস বিল বলা হয়। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ সুপ্রিয়া সুলে এমপ্লয়িজ কর্মচারীদের কল্যাণে একটি বিল পেশ করেন। তাতে বলা হয়েছে, যে কোনও কর্মী ডিউটি আওয়ার শেষ হওয়ার পর এবং ছুটির দিনে ফোনে অফিসের কাজ সংক্রান্ত কলের জবাব দিতে বাধ্য থাকবেন না। কাজ সংক্রান্ত কোনও ই-মেলও অগ্রাহ্য করতে পারবেন। বিজেপির প্রবেশ সিং যে বিলটি পেশ করেছেন, তাতে বলা হয়েছে, কোনও সরকারি মিটিং বা অনুষ্ঠানে আমিষ খাবার পরিবেশন করা উচিত নয়।
বিজেপির অপর সদস্য নিশিকান্ত দুবে যে বিলটি পেশ করেছেন, তাতে বলা হয়েছে, দেশে গরুর সংখ্যা যাতে না কমে সেজন্য একটি পৃথক সরকারি দফতর তৈরি করা হোক। বিজেপির অপর সাংসদ সঞ্জীব বালন একটি বিল পেশ করে বলেছেন, নাগরিকদের জীবনের মান উন্নয়নের জন্য দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হোক।
বিজেপির জগদম্বিকা পাল একটি বিল পেশ করে বলেন, সমকামীরা যাতে সশস্ত্র বাহিনীতে সুযোগ পান, সেজন্য ১৯৫০ সালের আর্মস অ্যা ক্ট, ১৯৫৭ সালের নেভি অ্যাক্ট ও ১৯৫০ সালের এয়ার ফোর্স অ্যাক্ট সংশোধন করা হোক। শিব সেনার শিবাজি আদিলরাও পাতিল একটি বিল পেশ করে বলেন, ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হোক এবং ভিখারিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। বিজেপির অনুরাগ সিং ঠাকুর যুবক-যুবতীদের মধ্যে আত্মহত্যা ঠেকানোর জন্য একটি বিল আনেন। তাতে বলা হয়েছে, যারা আত্মহত্যাপ্রবণ তাদের সঙ্গে যথাসময়ে যোগাযোগ করতে হবে। আত্মঘাতী হওয়ার পথ থেকে ফিরিয়ে আনার জন্য তাদের কাউন্সেলিং করাতে হবে।
উল্লেখ্য, লোকসভায় বৃহস্পতিবার পাশ হয় তিন তালাক বিল। কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল দাবি করেছিল, বিলটি জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। অন্যদিকে সরকারের বক্তব্য, মহিলাদের যথাযথ সম্মান দেওয়ার জন্যই ওই বিল পাশ করানো হয়েছে।
Be the first to comment