রাত পোহালেই বাংলাদেশে নির্বাচন

Spread the love

শনিবার রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হবে বাংলাদেশে। সকাল আটটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকাল চারটে পর্যন্ত। বাংলাদেশে জাতীয় সংসদে আসনের সংখ্যা ৩০০। গাইবান্ধা-৩ আসনের প্রার্থী মারা গিয়েছেন। ওই আসনে ভোট হবে ২৭ জানুয়ারি। বাকি ২৯৯ আসনে ভোট হবে রবিবার। প্রার্থীর সংখ্যা ১৮০০-র বেশি। বিরোধী দল বিএনপি ও তাদের ঐক্যজোটের অভিযোগ, ভোটপ্রচারে বাধা দেওয়া হয়েছে। তাদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়েছে। পুলিশও দলীয় সমর্থকদের হয়রানি করেছে।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামি লিগ হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছে বিএনপির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ভোটের দিন শান্তি বজায় থাকবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে মানুষের মধ্যে। যদিও নির্বাচন কমিশনের দাবি, শান্তিপূর্ণ ভোটের জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর -৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। বাকি ২৯৩ আসনে ভোট হবে ব্যালট পেপারে। ভোটারের সংখ্যা ১০ কোটি ৪২ লক্ষ ৩৮ হাজার ৬৭৩ জন। পুরুষের সংখ্যা ৫ কোটি ২৫ লক্ষ ৭২ হাজার ৩৬২ জন। নারীর সংখ্যা ৫ কোটি ১৬ লক্ষ ৬৬ হাজার ৩১১ জন। ৪০ হাজার ৫১ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকবে ২ লক্ষ পুলিশ, ২ লক্ষের বেশি আনসার ১২০০ প্ল্যাটুন বিজিবি। ৩৮৯ টি উপজেলায় সেনাবাহিনী ও ১৮ জেলায় নৌবাহিনী, উপকূল রক্ষীরা মোতায়েন থাকবেন।  ভোটের দিন ট্যাক্সি, বেবি ট্যাক্সি, অটো রিকশ, মাইক্রোবাস, জিপ, পিক আপ কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিন বোট ও স্পিড বোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনি থেকে সোম তিন দিন মোটর সাইকেল চালানো নিষেধ।
নির্বাচন কমিশন বলেছে, ভোটকেন্দ্রের ভিতরে মোবাইল ব্যবহার করতে পারবেন কেবল প্রিসাইডিং অফিসার ও পুলিশ ইন চার্জ। ভোটাররা কেউ মোবাইল নিয়ে গেলেও বন্ধ রাখতে হবে। ভোট দিতে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে না।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে। রিটার্নিং অফিসার পাঠাবেন নির্বাচন কমিশনে। কমিশনের অফিস থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

অন্য প্রসঙ্গে তিনি বলেন, এখনও পর্যন্ত নির্বাচন কমিশন যত অভিযোগ পেয়েছে, সবই পাঠিয়েছে তদন্ত কমিটির কাছে। ব্যবস্থাও নেওয়া হয়েছে বহু ক্ষেত্রে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*