সুরক্ষিত নয় কলকাতা ! যে- কোনও সময়ে কেঁপে উঠতে পারে ভূমিকম্পে। রিখটার স্কেলে যে কম্পনের মাত্রা হতে পারে ন্যূনতম ৬.১ থেকে সর্বাধিক ৬.৮। ভূবিজ্ঞানীদের গবেষনায় উঠে এসেছে ভয়াবহ তথ্য!
জানা গিয়েছে ভূমিকম্পের আশঙ্কা সবথেকে বেশি পার্কস্ট্রিট, নিউ টাউন, নোয়াপাড়া, সিঁথি, দক্ষিণদাড়ি, দমদম, নাগেরবাজার, গোপালপুর, তেঘরিয়া, বেরাবেরি, দুর্গানগর, মহিষবাথানে। আগামী ৫০ বছরে এই আশঙ্কা আরও ১০ শতাংশ বাড়বে। ভূগর্ভের জলস্তর অন্য জায়গাগুলির তুলনায় অনেক উপরে থাকায় ও তার খুব সামান্য নীচে পলিমাটি থাকায় তীব্র জলোচ্ছ্বাসই এইসমস্ত এলাকায় ভূমিকম্পের প্রধান কারণ হিসেবে দেখা দেবে।
আশঙ্কার তালিকায় রয়েছে বেলুড়, বকডোবা, শ্যামবাজার, দেরা, গোবরা, ধাপাও। ভূকম্প হওয়ার মাঝারি সম্ভাবনা রয়েছে বেহালা, রাজডাঙা, বালি, কোনা, মহেশতলা, আলিপুর, মেটিয়াবুরুজ, যাদবপুর, কালীঘাট, ঢাকুরিয়া, ঠাকুরপুকুর অঞ্চলে।
কিন্তু কলকাতা কেন ভূমিকম্পপ্রবন ? গবেষকদের মত, কলকাতার অবস্থান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ বেঙ্গল বেসিনের উপর যারমধ্যে রয়েছে সাড়ে ৭ কিলোমিটার পুরু পলি মাটির স্তর। তার সাড়ে ৪ কিলোমিটার নীচে রয়েছে ইয়োসিন হিঞ্জ জোন। দীর্ঘ ২৫ কিলোমিটার চওড়া সেই হিঞ্জ জোন কলকাতা থেকে ময়মনসিংহ পর্যন্ত বিস্তৃত যা বেঙ্গল বেসিনের পূর্ব দিকে যমুনা ফল্টে গিয়ে মিশেছে। ওই সংযোগস্থলে ভয়াবহ ভূকম্পে অতীতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা, বরিশাল, পাবনা, চট্টগ্রাম, ময়মনসিংহ-সহ একটি বিশাল এলাকা।
পাশাপাশি, কলকাতা থেকে ৬০০-৭০০ কিলোমিটার দূরে দেশের উত্তর-পূর্বাঞ্চল। ওইসমস্ত এলাকায় অনেক ভয়াবহ ভূকম্পন হয়েছে, রয়েছে প্রচুর চ্যূতি। রয়েছে ৮.১ থেকে সর্বাধিক ৯ মাত্রার ভূমিকম্পের আশঙ্কাও ।
Be the first to comment