উপত্যকার ছবিটা এখন অনেকটাই বদলে গেছে৷ জঙ্গি দমন অভিযানে এসেছে অভাবনীয় সাফল্য৷ রবিবার, যৌথ সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন লেফটেন্যান্ট জেনারেল এস সান্ধু। তিনি বলেন, অতীতের অশান্ত কাশ্মীরকে এখন আর খুঁজে পাওয়া যায় না৷ এখন কাশ্মীর অনেকটাই শান্ত৷ পাশাপাশি, লেফটেন্যান্ট জেনারেল আরও জানান, সন্ত্রাসবাদীদের মোকাবিলায় সেনা অভিযানের তীব্রতা বাড়াতেই উপত্যকায় উগ্রপন্থার দাপট কমেছে।
প্রসঙ্গত,এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় জম্মু কাশ্মীর পুলিশ ও সেনা বাহিনী৷ সেনাসূত্রে খবর, ২০১৭ সালেই প্রায় ১৯০ জন জঙ্গিকে খতম করতে সমর্থ হয়েছে জওয়ানরা৷ তার মধ্যে ৮০ জন স্থানীয়, বাকিরা বাইরে থেকে এসেছিল। অন্যদিকে, খুঁজে বের করা সম্ভব হয়েছে জঙ্গীদের গোপন ঘাঁটি গুলি৷ ফলে কাশ্মীর জুড়ে জঙ্গীদের দাপটের পরিমাণ অনেক কমে গিয়েছে বলে জানিয়েছেন সান্ধু৷ পাশাপাশি তিনি আরও জানান, শ্রীনগরের জাকুরায় পুলিশের উপরে হামলার ঘটনায় আইএস-এর কোনও যোগ নেই।
Be the first to comment