‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।’ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপর তৈরি এই ছবি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। ছবিতে যে ভাবে মনমোহন সিং বা সেই সময় কংগ্রেসের সরকার দেখানো হয়েছে, তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। সেই বিতর্কে এ বার যোগ দিলেন আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া। বললেন, তিনিও ছিলেন ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।’
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপর ২০১৪ সালে একটি বই লিখেছিলেন সঞ্জয় বারু। প্রধানমন্ত্রী থাকাকালীন এই সঞ্জয় ছিলেন মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা। সঞ্জয় বারুর এই বইয়ের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে বিজয় রত্নাকর গুট্টের ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। ছবিতে মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের। অনুপম ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জার্মান অভিনেত্রী সুজান বেমার্ট। সনিয়া গান্ধীর চরিত্রে দেখা যাবে সুজানকে। এ ছাড়াও রয়েছেন অক্ষয় খান্না, অহনা কুমার, অর্জুন মাথুর এবং আরও অনেকে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলর। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এই বিতর্ক নিয়েই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়াকে প্রশ্ন করেন সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি জানি না কেন এই ছবিকে মুক্তির অনুমতি দেওয়া হলো ( উনিশের লোকসভার আগেই মুক্তি পাচ্ছে এই ছবি )। আমার মনে হয় পুরো প্রক্রিয়া তিন-চার মাস আগেই শুরু হয়েছিল। আমি জানি না কে এই ছবির অনুমতি দিয়েছে? কেন দিয়েছে? তবে আমার মনে আমি নিজেও ছিলাম একজন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে জেডিএস প্রধান ৮৫ বছরের দেবেগৌড়া ১৯৯৬ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গে তুলে এই কথা বলেন। ১৯৯৬ সালের নির্বাচনের ফল ঘোষণার পর কোনও দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তখন অ-বিজেপি, অ-কংগ্রেসি আঞ্চলিক দলগুলি কংগ্রেসের সাহায্যে জোট সরকার গঠন করে। সেই সময় দেবেগৌড়াকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
১৯৯৬ সালের ১ জুন থেকে ১৯৯৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন দেবেগৌড়া। তারপর কংগ্রেস এই জোট সরকারের উপর থেকে সমর্থন তুলে নিলে পদত্যাগ করতে হয় দেবেগৌড়াকে। আর তাই তিনিও রাজনীতির শিকার বলেই নিজেকে এখানে তুলে ধরেছেন দেবেগৌড়া।
Be the first to comment