রাজ্যসভায় মৃণাল সেনকে শ্রদ্ধা জানালেন সাংসদরা

Spread the love

রাজ্যসভায় মৃণাল সেনকে শ্রদ্ধা! প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানালেন সাংসদরা। পাঠ করা হল শোকপ্রস্তাব।

গতকাল বেলা সাড়ে দশটা নাগাদ নিজের বাড়িতেই প্রয়াত হন কিংবদন্তী চিত্রপরিচালক মৃণাল সেন। তাঁর দেহ শায়িত তপসিয়ায় ‘পিস ওয়র্ল্ড’-এ। শিকাগো থেকে ছেলের দেশে ফেরার অপেক্ষা। এর পরেই ৯৫ বছরের প্রবীণ চলচ্চিত্রকারের শেষকৃত্য সম্পন্ন হবে।
গত বছর জানুয়ারিতে স্ত্রী গীতা সেনের মৃত্যুর পর থেকেই  একলা হয়ে পড়েছিলেন মৃণাল বাবু। তবে মোটের উপরে শরীর সুস্থই ছিল। বয়সজনিত কারণেই মৃত্যু হয়। ৯০ বছরের জন্মদিনের পর থেকে বাড়ির অন্দরেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মৃণাল সেন। অনেক সময় কিছু কথা ভুলে যেতেন। আবার অন্তরঙ্গ কিছু বন্ধুকে পেলে আড্ডায় মেতে উঠতেন। কমবয়সিদের কাছে এখনকার সিনেমার খোঁজখবরও করতেন। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য বা সরকারি ব্যবস্থাপনায় অন্তিম শ্রদ্ধা পছন্দ ছিল না তাঁর।

শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*