বিরোধীদের সম্মিলিত বাধায় সোমবার আটকে গেল তিন তালাক বিল। বুধবার ফের তা নিয়ে আলোচনা হওয়ার কথা। বিলটি পুনর্বিবেচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে শুরু থেকেই সোচ্চার হন সব বিরোধী দলের সাংসদরাই। সরকার পক্ষের বক্তব্য, বিরোধীরা এই বিল নিয়ে রাজনীতি করছে।
রাজ্যসভায় বিরোধী নেতা গুলাম নবি আজাদ বলেন, এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আবার খতিয়ে দেখা প্রয়োজন। গুরুত্বপূর্ণ বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রথা ভঙ্গ করছে মোদি সরকার। সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী বিজেয় গোয়েল বলেন, সরকার আলোচনায় রাজি। বিল পাশে কংগ্রেস বাধা সৃষ্টি করছে।
এর আগে কাবেরী ইস্যুতে এআইডিএমকে সদস্যরা কক্ষের ভিতরে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। রাজ্যসভা তখন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। পরে সভার কাজ শুরু হলে আবার তা গোলমালে মুলতুবি হয়ে যায়। শেষে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা বুধবার পর্যন্ত মুলতুবি করে দেন। মুসলিম মহিলা (বিবাহের অধিকার রক্ষা) ২০১৮ বিলটি আগে লোকসভায় অনুমোদ পেয়েছে।
Be the first to comment