পাঁচ রাজ্যে হার, মোদিকে দিয়ে ২০টি রাজ্যে জনসভা করানোর পরিকল্পনা বিজেপির

Spread the love

সেই নরেন্দ্র মোদিই ভরসা। হিন্দি বলয়ে পাঁচ রাজ্যে হারের পর আগামি ১০০ দিনে মোদিকে দিয়ে ২০টি রাজ্যে জনসভা করানোর পরিকল্পনা করেছে বিজেপি। হারানো জায়গা ফিরে পাওয়ার পাশাপাশি নতুন নতুন এলাকায় ঢোকাই এর লক্ষ্য। জানা গিয়েছে, মোদি হাওয়াতেও ২০১৪ সালে যে ১২৩টি আসেন জিততে পারেনি বিজেপি, সেগুলির ওপর বিশেষ জোর দেওয়া হবে। জোর দেওয়া হবে পশ্চিমবঙ্গ, অসম ও ওডিশায়। সেখানে ৭৭টি আসনের মধ্যে বিজেপির হাতে মাত্রই ১০টি। প্রচার হবে একমাত্র মোদিই শক্তপোক্ত সরকার দিতে পারেন, এই লাইনেই।

প্রচার হবে মহিলা, তফশিলি জাতি-উপজাতি, যুব এধরনের সাতটি আলাদা ফ্রন্টে। প্রথমবারের ভোটারদের জন্য আলাদা স্ট্র্যাটেজি তৈরি করছে বিজেপি। পহেলা ভোট মোদি নামে প্রচারও শুরু হচ্ছে ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে। সবমিলিয়ে মোদির পক্ষে আবেগ তৈরি করাই প্রচারের লক্ষ্য। আগামি লোকসভা ভোটে বিশেষ নজর বাংলা ও ওডিশায়। আলাদা করে তার জন্য রণনীতি তৈরি করছে বিজেপি। তাই দলের সভাপতি অমিত শাহের বৈঠকে ডাক পড়ল রাজ্যের ৬০০ জন নেতার। ২০১৯ লোকসভা নির্বাচনই পাখির চোখ। ১১ ও ১২ জানুয়ারি দিল্লিতে বসছে বিজেপির জাতীয় পরিষদের বিশেষ বৈঠক। রাজ্য থেকে তলব প্রায় ৬০০ বিজেপির কার্যকর্তা। সেখানে তলব করা হয়েছে রাজ্যের জাতীয় কাউন্সিলের সদস্যদের।

এই প্রথম তলব করা হল রাজ্য কমিটির সমস্ত সদস্য, বিজেপির ৩৬ জন সাংগঠনিক জেলা সভাপতি, মোর্চার সভাপতিদের। দিল্লিতে জাতীয় পরিষদের বৈঠকে উপস্থিত থাকবে দেশের ১৫ হাজার বিজেপির কার্যকর্তা। এই বৈঠকে বাংলা ও ওডিশাকে বিশেষ গুরুত্ব অমিত শাহের। এই দুই রাজ্যের কার্যকর্তাদের নিয়ে আলাদা বৈঠক করবেন দলের সভাপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*