বিশেষজ্ঞরা আগেই অনুমান করেছিলেন। আর সেই অনুমানই সত্যি হলো। বছরের শেষ দিনেও দাম কমলো জ্বালানির।
বছরের শেষ রবিবার ৩০ ডিসেম্বরেও দাম কমেছিল পেট্রল-ডিজেলের। পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছিল, ২০১৮-তে তেলের দাম সবচেয়ে সস্তা হয়েছিল এই দিনেই। তবে ভেঙে গেল সেই রেকর্ড। ৩১ ডিসেম্বর ফের জ্বালানির দাম কমার ফলে, বিশেষজ্ঞরা বলছেন, বছরের শেষ রবিবার নয়, বরং শেষদিনেই সবচেয়ে সস্তায় পাওয়া গিয়েছে পেট্রল এবং ডিজেল। সোমবার ৩১ ডিসেম্বর, কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ৭০.৯৬ টাকা। আর ডিজেলের দাম প্রতি লিটার ৬৪.৬১ টাকা। রবিবারের তুলনায় শহরে লিটার প্রতি পেট্রলের দাম কমেছে ১৯ পয়সা। আর ডিজেলের দাম কমেছে লিটার প্রতি ২৩ পয়সা।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের চাহিদা এখন নিম্নমুখী। অন্যদিকে উৎপাদনের পরিমাণ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। ফলে, আন্তর্জাতিক বাজারে এখন অপরিশোধিত তেলের দাম কমেছে। আর তাই ভারতেও কমেছে জ্বালানির দাম। গত ৯ মাসে এই প্রথম জ্বালানির দাম এত কমেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের অনুমান, আগামী কয়েকদিনেও সস্তাই থাকবে পেট্রোপণ্য। তাই নতুন বছরেও অন্তত প্রথম দিকে তেলের দাম কম থাকার সম্ভাবনাই দেখছেন বিশেষজ্ঞরা।
Be the first to comment