সেলফি তুলতে গিয়ে জলে পড়ে মৃত্যু এক যুবকের

Spread the love

বছর শেষের আগের দিন বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিল রোশন। আনন্দের মাঝে চলছিল দেদার ছবি তোলা। কিন্তু কেউ কল্পনাও করেননি কিছুক্ষণ পর কী চরম বিপদ ঘনিয়ে আসছে। জলপ্রপাতের ধারে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে জলে পড়ে গেল রোশন। জলের প্রবল তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে তার।

ঘটনাটি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার। মৃত যুবকের নাম রোশন মিশ্র। কটকের সাই শিক্ষা জুনিয়র কলেজে পড়ত রোশন। রবিবার বছরের শেষ ছুটির দিনে কলেজের বন্ধুদের সঙ্গেই ময়ূরভঞ্জের বৈতরণী নদীর উপর অবস্থিত ভীমকুণ্ড জলপ্রপাতের ধারে পিকনিক করতে গিয়েছিল রোশন। বিখ্যাত ট্যুরিস্ট স্পট হওয়ায় বেশ ভিড় ছিল সেখানে।

তার মধ্যেই চলছিল বন্ধুদের হুল্লোর ও দেদার ছবি তোলা। সেই সময়ই জলপ্রপাতের কিনারা ঘেঁষা একটা পাথরের উপর দাঁড়িয়ে সেলফি তুলছিল রোশন। হঠাৎ করেই পা পিছলে টাল সামলাতে না পেরে সে জলে পড়ে যায়।

সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় রোশনের বন্ধুরা। রোশনকে জল থেকে টেনে তোলার অনেক চেষ্টা করে তারা। পার থেকে হাত বাড়িয়ে রোশনকে তোলার চেষ্টা করেও বিফল হয় তারা। জলের প্রচণ্ড স্রোতে ভেসে যায় রোশন। সেখানে উপস্থিত কেউ ঘটনাটির ভিডিও তোলেন।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। এসে হাজির হয় ওড়িশার বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু চব্বিশ ঘণ্টা কেটে গেলেও রোশনের দেহ উদ্ধার করতে পারেননি তাঁরা। এখনও খোঁজ চলছে। জলের স্রোতে দেহ অনেকদূর ভেসে গিয়ে থাকতে পারে বলেই তাঁদের অনুমান।

সেলফি তুলতে গিয়ে অসাবধানতার বসে দুর্ঘটনা আজকাল হামেশায় ঘটছে। সম্প্রতি অল ইন্ডিয়া ইনিস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ( এইমস )-এর তরফে একটি সমীক্ষা করে দেখা গিয়েছে গত ছ’ বছরে বিশ্বজুড়ে শুধুমাত্র সেলফি তুলতে গিয়েই প্রাণ হারিয়েছেন আড়াইশোর বেশি মানুষ। তার মধ্যে ভারতেই মৃত্যু হয়েছে ১২৮ জনের। বেশিরভাগই হয় জলে ডুবে, নয় উঁচু জায়গা থেকে পড়ে, নয়তো ট্রেন বা যানবাহনের ধাক্কায় মারা গিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*