মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো তাপস বন্দ্যোপাধ্যায় নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার রাতে বাঁকুড়ার রাইপুর থেকে তাপসকে গ্রেফতার করে সিআইডি। তিনি নৈহাটির বাসিন্দা।
সূত্রের খবর, ওই ব্যক্তি ২০১৮ সাল থেকে জাল বেছাতে শুরু করেছিলেন। তাঁর প্রতারণা-কাণ্ডের মূল ঘাঁটি গেড়েছিলেন নবদ্বীপে। তিনি নিজেকে মুখ্যমন্ত্রীর সচিব বলে পরিচয় দিতেন। নীলবাতি লাগানো গাড়ি চড়ে ঘুরে বেড়াতেন তাপস। দাবি করতেন, কিছু দিনের মধ্যেই তিনি নদিয়ার জেলাশাসক হবেন তিনি। স্বাভাবিক ভাবেই অনেকের চোখেই ধুলো দিয়ে বিশ্বাস অর্জন করেছিলেন ওই ব্যক্তি। এই বিশ্বাসের জোরেই নবদ্বীপের মায়াপুরে ইসকন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে দিব্যি যোগাযোগ তৈরি করেছিলেন অভিযুক্ত। অভিযোগ নিজের ‘ক্ষমতা’ দেখিয়ে তাঁদের থেকে নানা রকম সুযোগসুবিধাও নেন। আবার সেই সুবিধার জেরেই এলাকায় জমি বেচা-কেনা এবং বিভিন্ন বহুতল প্রোজেক্টের নাম করে ইসকনের ভক্তদের থেকে প্রচুর টাকা আত্মসাৎও করেন।
এর পরেই ইসকনের তরফে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয় কয়েক মাস আগে।
পরে বিষয়টি সিআইডি-র হাতে যায় কেসটি। শেষমেশ নবদ্বীপ পুলিশকে সঙ্গে নিয়ে তাপসকে গ্রেফতার করে সিআইডি। তাঁকে মঙ্গলবার নবদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়। ঠিক কত টাকা হাতিয়েছেন তাপস, তা এখনও নিশ্চিত করেনি সিআইডি।
Be the first to comment