স্কুলে রোল কলের সময় ইয়েস স্যার বা প্রেজেন্ট স্যার নয়, পয়লা জানুয়ারি থেকে গুজরাতের ছেলেমেয়েরা বলছে জয় হিন্দ আর জয় ভারত। সোমবার এমনই নির্দেশ দিয়েছে গুজরাত সরকার। ছেলেমেয়েদের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তোলার জন্যই এই উদ্যোগ। জানা গিয়েছে, ছাত্ররা যাতে ছোটো থেকেই থেকে জাতীয়তাবোধ শেখে, সেজন্যই তাদের দিয়ে এমন বলানো হবে।
রাজ্যের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিং চূড়াসামা এই সিদ্ধান্ত নিয়েছেন। জেলা শিক্ষা দফতরের অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন নতুন বছরের প্রথম দিনটি থেকে সরকারি নির্দেশ কার্যকর করেন। তবে বিরোধীরা ইতিমধ্যে বলেছেন, শিক্ষার গৈরিকীকরণের চেষ্টা হচ্ছে। এর আগেও বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে শিক্ষার গৈরিকীকরণের অভিযোগ উঠেছে। গতবছর বিজেপি শাসিত রাজস্থানে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তক নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়।
কংগ্রেস সহ বিরোধীদের দাবি, এই ধরনের ‘বিকৃত’ তথ্য পরিবেশন করে বিজেপি তথা সঙ্ঘ পরিবার ছাত্রছাত্রীদের মধ্যে সাম্প্রদায়িক মনোভাব ঢুকিয়ে দিতে চায়। এই প্রবণতাকে রুখতে হবে।
Be the first to comment