কুম্ভ মেলায় গেলে এবার দেখা মিলবে ‘ফ্রেঞ্চ বাবা’-র

Spread the love

আর দু সপ্তাহ পরেই শুরু হবে কুম্ভ মেলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ইতিমধ্যে কাতারে কাতারে মানুষ জড়ো হচ্ছেন। প্রয়াগরাজে গেলে আপনিও সেখানে গেলে দেখা পেতে পারেন ‘ফ্রেঞ্চ বাবা’র। পুরোদস্তুর সাহেব, কিন্তু গেরুয়াধারী। কপালে হলুদের তিলক। কে এই সাহেব সাধু?

নাম ড্যানিয়েল। এখনকার নাম ভগবান গিরি। আনন্দ আখড়া নামে একটি ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত এই ফরাসি সাধু। সেই আখড়ার দেবগিরি বাবা মহারাজের শিষ্য নিজে। গত ৩০ বছর ধরে ভারতেই বসবাস তাঁর। ফ্রান্স ছেড়ে এ দেশকেই নিজের দেশ করে নিয়েছেন বাবা ড্যানিয়েল। হিন্দি শিখেছেন, কথা বলেন হিন্দিতে। শেখার চেষ্টা করছেন ভারতের অন্য কিছু ভাষাও।

ভাঙা হিন্দিতে ভগবান গিরি বলেন, “আমি সনাতন ধর্ম ভালোবাসি। শান্তিপূর্ণ ধর্ম। আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি। ঈশ্বর এক, তাঁর বহু নাম।” আগামী ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির দিন শুরু হবে কুম্ভ মেলা। চলবে শিবরাত্রির দিন, ৪ মার্চ পর্যন্ত। সারা পৃথিবী থেকে এমনিতেই প্রচুর পর্যটক ও পূণ্যার্থী আসেন কুম্ভ মেলায় এ বছর প্রায় ১৫ কোটি মানুষের সমাগম হবে কুম্ভে। বিদেশিদের কাছে এই মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে ইনক্রেডিবল ইন্ডিয়ার বিজ্ঞাপনে বেশ কিছুদিন ধরেই বিদেশে তুলে ধরা হচ্ছে প্রয়াগরাজ অর্ধকুম্ভের কথা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*