এবার প্রাথমিক থেকেই ইংরেজি মাধ্যমে শিক্ষার সুযোগ। ৬৫টি স্কুলে প্রথম শ্রেণি থেকে পরীক্ষামূলকভাবে ইংরেজি মাধ্যম চালু করছে রাজ্য সরকার। এবছর থেকেই শুরু হচ্ছে পড়াশোনা। এমনই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বুধবার শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি স্কুলের সঙ্গে প্রতিযোগিতা হোক ৷ পরীক্ষামূলকভাবে ১০০টি ইংরেজি মাধ্যম স্কুলে চালু করা হবে ৷ ৬৫টি স্কুল এবছর থেকেই চালুর চেষ্টা করা হচ্ছে ৷ স্কুলগুলি থেকে তালিকা নেওয়া হবে ৷ অতিরিক্ত শিক্ষক আছে কিনা জানতে চাওয়া হবে ৷ পাশাপাশি সব স্কুলেই সমান শিক্ষক থাকবে বলে আধিকারিকদের নির্দেশ শিক্ষামন্ত্রীর ৷
Be the first to comment