সাহস থাকলে রাফাল নিয়ে মুখোমুখি ডিবেটে বসুন; মোদীকে চ্যালেঞ্জ রাহুলের

Spread the love

লোকসভায় আক্রমণের পর বুধবার অধিবেশন শেষে সাংবাদিক সম্মেলন করে রাফাল প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ কংগ্রেসের প্রকাশ করা একটি অডিও টেপ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাহুলের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘সাহস থাকলে রাফাল নিয়ে মুখোমুখি ডিবেটে বসুন মোদি ৷ জাস্ট ২০ মিনিট ৷

রাহুল আরও বলেন, ‘১২৬টি যুদ্ধ বিমান দরকার ছিল ৷ কিন্তু মোদি চুক্তি বদলে ৩৬ করেছেন ৷ কাকে সুবিধা পাইয়ে দিতে চুক্তি বদল করলেন মোদিজি?’ এরপরই সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতিতে জড়িত৷ জেপিসি হলেই সত্যি সামনে আসবে৷ চৌকিদার চোর হ্যায়, প্রমাণ হবেই ৷’

ছবি সৌজন্যে- এএনআই

অন্যদিকে এদিন রাহুলের অভিযোগকে উড়িয়ে দিয়ে পাল্টা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, অডিও টেপ-টি পুরোপুরি ভুয়ো ৷ সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কথা বলছে কংগ্রেস ৷ এদিন জেটলি কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে বলেন, অনেকের সত্যতা অস্বীকার করার প্রবণতা থাকে৷ ন্যাশনাল হেরাল্ড দুর্নীতিতে যুক্ত কংগ্রেস৷ বোফর্স কেলেঙ্কারিতে জড়িত কংগ্রেস ৷ মা-ছেলের নাম জড়িয়েছে দুর্নীতিতে ৷ তাঁরাই এখন প্রতিরক্ষা নিয়ে কথা বলছেন ৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*