স্বনামধন্য সাহিত্যিক দিব্যেন্দু পালিতের জীবনাবসান হলো। আজ ৩ জানুয়ারি সকাল ১১:১৫ এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।বয়স হয়েছিল ৭৯ বছর। বার্ধক্য জনিত অসুখে ভুগছিলেন তিনি। যাদবপুরের কে.পি.সি. হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর সাহিত্য কীর্তির জন্য বঙ্কিম পুরস্কার, আনন্দ পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার পান তিনি।অনুভব উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পান তিনি,সহযোদ্ধা উপন্যাসের জন্য আনন্দ পুরস্কার পান।তাঁর মৃত্যুতে শোকের ছায়া সর্বত্র।
এদিন সাহিত্যিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন- বিশিষ্ট সাহিত্যিক দিব্যেন্দু পালিতের প্রয়াণে গভীরভাবে শোকাহত। ওনার পরিবার ও পাঠককুলকে জানাই সমবেদনা।
*মুখ্যমন্ত্রীর শোকবার্তা*
বিশিষ্ট সাহিত্যিক দিব্যেন্দু পালিতের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ৭৯ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসংখ্য ছোট গল্প, উপন্যাস ও কবিতার স্রষ্টা দিব্যেন্দু পালিত কে পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করেছে।১৯৮৪ সালে আনন্দ পুরস্কার, ১৯৯০ সালে বঙ্কিম পুরস্কার ও ১৯৯৪ সালে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হন। তাঁর প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হল আমি শ্রী পালিতের পরিবার – পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
*মমতা বন্দ্যোপাধ্যায়*
Be the first to comment