কুম্ভ মেলা শুরুর আগেই চালু হতে চলেছে ‘ট্রেন ১৮’

Spread the love

নয়াদিল্লি থেকে বারাণসী। আপাতত এই দূরত্বেই ছুটবে দেশের সর্বোচ্চ গতির নতুন ট্রেন, ‘ট্রেন ১৮’। সূত্রের খবর, কুম্ভ মেলা শুরু হওয়ার আগেই নাকি চালু হয়ে যাবে এই ট্রেন। প্রস্তুতি সারা হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু প্রধানমন্ত্রীর দফতরের সম্মতি পাওয়ার। ট্রেনটির যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চলতি মাসের ১৪ তারিখে কুম্ভ মেলা শুরু হতে চলেছে এলাহাবাদে ৷ সূত্রের খবর, মেলা থেকে বিশেষ অতিথিদের এই ট্রেনে করেই নয়াদিল্লি নিয়ে যাওয়া হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ানোর জন্য ৷ সর্বোচ্চ ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা ছুটতে পারে এই ট্রেন ৷

রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, খুব দ্রুত এই ট্রেন ১৮-এর যাত্রা শুরু হবে ৷ সম্প্রতি রেলমন্ত্রীর টুইটারে একটি ভিডিও প্রকাশিত হয় ৷ সেখানে পরীক্ষামূলক ভাবে এই ট্রেনের সফর পোস্ট করা হয় ৷ তার পরেই জানা যায় এই ট্রেন ১৮ দেশের সর্বোচ্চ গতির ট্রেন ৷
পুরো ট্রেনটিই শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে বলে জানা গিয়েছে ৷ ১৬টি চেয়ারকার কোচ রয়েছে, যার মধ্যে দু’টি এক্সিকিউটিভ চেয়ারকার কোচ ও বাকি ১৪টি নন এক্সিকিউটিভ কোচ হবে ৷ এক্সিকিউটিভ চেয়ারকার কোচে ৫৬ জন করে যাত্রী বসতে পারবেন ৷

এছাড়া নন এক্সিকিউটিভ চেয়ারকার কোচে থাকছে ৭৮ জন যাত্রীর বসার ব্যবস্থা ৷
থাকছে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা, জিপিএস নিয়ন্ত্রিত তথ্য প্রদানকারী যাত্রী পরিষেবা ৷ থাকছে স্বয়ংক্রিয় দরজা, শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ শৌচালয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*