বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা বৃহস্পতিবার শপথগ্রহণ করলেন। তাঁদের এদিন শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ব্রাহ্মণবড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনটির ফলাফল স্থগিত থাকায় ২৯৮টি আসনের ফল ঘোষণা করে ইসি। গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুর জন্য ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়। গেজেট হওয়া ২৯৮টি আসনের মধ্যে আওয়ামি লিগসহ মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন। এরমধ্যে বিএনপি প্রার্থীরা জিতেছেন ৫টি আসনে, ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম ২টি আসনে। তাঁরা এদিন শপথ নেননি।
Be the first to comment