উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ ইন্সপেক্টর সুবোধকান্ত সিংয়ের খুনের ঘটনায় মূল অভিযুক্ত বজরং দলের যোগেশ রাজকে গ্রেপ্তার করলো পুলিশ। বুলন্দশহরেরই খুর্জা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে।
যোগেশ বুলন্দশহর জেলার বজরং দলের আহ্বায়ক। ওই ঘটনায় সুমিতকুমার নামে আরও একজনের মৃত্যু হয়েছিল। ৩ ডিসেম্বর গোহত্যার ধুয়ো তুলে হিংসাত্মক ঘটনার পর থেকেই যোগেশ রাজ পলাতক ছিল। পুলিশ অফিসারের খুনের এফআইআরে যোগেশের সঙ্গে বিজেপি নেতা শিখর আগরওয়াল ও বিশ্বহিন্দু পরিষদের কর্মী উপেন্দ্র রাঘবেরও নাম রয়েছে।
সেখানে মোট ২৭ জনের নামের সঙ্গে রয়েছে অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের নাম। গত সোমবারই পুলিশ ঔরঙ্গাবাদ থেকে কালুয়াকে গ্রেফতার করেছে।
Be the first to comment