৫ জানুয়ারি ঝাড়খন্ডের পালামৌতে আসবেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে সমস্ত কালোতে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের। সূত্রের খবর, কালো ব্যাগ, পতাকা, পোষাক, টুপিতো দূরের কথা। কালো জুতোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সফরকালে ঝাড়খন্ডের প্যারা টিচার প্রতিবাদের মুখে পড়তে পারেন তিনি। গত ১৫ নভেম্বর থেকে স্থায়ীকরণের দাবিতে ধর্মঘটে নেমেছে প্রায় ৮০ হাজার প্যারা টিচার।
সম্প্রতি তাদের ধর্মঘট নিষিদ্ধ করে প্রশাসন। ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় পৌঁছাবেন তিনি। সবমিলিয়ে সফর করবেন মাত্র এক ঘণ্টার জন্য। এই সময়ের মধ্যে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে না হয়, সেজন্যই এই সতর্কতা। জানা গেছে, সেখানে প্রধানমন্ত্রী ১,১৩৮ কোটি টাকা ব্যায়ে একটি পরিশ্রুত পানীয় জল প্রকল্পের সূচনা করবেন।
Be the first to comment