কংগ্রেসের পরবর্তী সভাপতি রাহুল গান্ধীই

Spread the love

কে হবে কংগ্রেস সভাপতি? এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্ল্যানমাফিক কংগ্রেসের পরবর্তী সভাপতি হতে চলেছেন রাহুল গান্ধীই। সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই প্রস্তাব পাশ করা হয়েছে। সোমবার সকালেই সোনিয়ার বাসভবনে বৈঠকে বসেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, মল্লিকার্জুন খাড়গে, আহমেদ প্যাটেল সহ কংগ্রেসের প্রথমসারির নেতারা। সেই বৈঠকেই পরবর্তী সভাপতি হিসেবে রাহুলের নাম অনুমোদন করা হয়।

প্রসঙ্গত,কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর সাংগঠনিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন পেশ করার শেষ দিন ৪ ডিসেম্বর আর মনোনয়ন পরীক্ষা করা হবে ঠিক তার পরের দিন অর্থাৎ ৫ ডিসেম্বর। সাংগঠনিক নির্বাচন হবে ১৬ ডিসেম্বর। ভোট গণনা এবং ফল ঘোষণা হবে ১৯শে ডিসেম্বর। তবে সভাপতি পদে রাহুল ছাড়া আর কারও মনোনয়ন পেশ করার সম্ভাবনা নেই। ফলে ৫ ডিসেম্বরই কংগ্রেস সভাপতি হিসেবে রাহুলের নাম ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, ১৮ ডিসেম্বর গুজরাত ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিনই দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল। অন্যদিকে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী বলেন, রাহুল সভাপতি হওয়ায় দল আরও শক্তিশালী হলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*