আজ রাজ্যসভা জুড়ে ছিলো তৃণমূল সাংসদদের আধিপত্য

Spread the love

আজ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের ৮ জন সাংসদ ১0 টি বিষয় উথ্বাপন করেন।রাজ্যসভা জুড়ে ছিলো তৃণমূল সাংসদ দের প্রাধান্য। ডেরেক ও ব্রায়েন বলেন দুদিন ধরে লক্ষ্য করছি স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছেন,প্রতিরক্ষামন্ত্রী বসে আছেন আর তাঁদের বিষয়ে উত্তর দিচ্ছেন অর্থমন্ত্রী।

ডেরেক আরো বলেন প্রধানমন্ত্রী গত এক বছরে রাজ্যসভা ও লোকসভা মিলে মোট ২৪ ঘন্টা সংসদ ভবনে উপস্থিত ছিলেন। অন্যদিকে গুজরাত নির্বাচনের প্রচারে ৩৭ ঘন্টা সময় দিয়েছেন। ভালো হতো তিনি বিজেপির প্রধানমন্ত্রী না হয়ে আমাদের সকলের প্রধানমন্ত্রী হলে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী র কাছে কাশ্মীরে নির্বাচন কবে হবে সে বিষয়ে নিশ্চয়তা দাবি করেন।কাশ্মীর হলো আমাদের ভূস্বর্গ।একে নরকে পরিনত করবেন না।রেল বাজেট নিয়ে আলোচনা হয় না। বিলগুলো স্ক্রুটিনি পর্যন্ত হয়না।

এছাড়া রাজ্যসভায় ৩ডিসেম্বর বিভিন্ন বিষয়ে জিরো আওয়ারে মণীশ গুপ্ত, সুখেন্দু শেখর রায়,নাদিমুল হক বক্তব্য রাখেন।

প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ডেরেক ও ব্রায়েন,সুখেন্দুশেখর রায়,নাদিমুল হক,শান্তা ছেত্রী ,শুভাশিস চক্রবর্তী,মানস ভূঁঞা,আবির বিশ্বাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*