বৃহস্পতিবার পাঞ্জাব থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পাঞ্জাবের গুরুদাসপুরে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। মোদীর বক্তব্যে উঠে এলো ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা ৷ একই সঙ্গে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কমলনাথকেও নিশানা করলেন নমো ৷ এদিন গুরুদাসপুরের সভায় ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার কথা স্মরণ করিয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘পাঞ্জাবের মনে রাখা উচিত সেই নির্মম ইতিহাসের কথা ৷ হাজার শিখ সম্প্রদায়ের মানুষকে খুনের ঘটনা এবং তারপরেও দাঙ্গা অভিযুক্ত ব্যক্তিদের রাজ্যের মুখ্যমন্ত্রী করছে ওরা ৷’
মোদীর কথায়, একটি পরিবারের নির্দেশে ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা সংক্রান্ত ফাইলগুলি লুকিয়ে ফেলা হয় ৷ কিন্তু এনডিএ সরকার তা খুঁড়ে বের করেছে ৷ সিট গঠন করেছে, যার ফল আপনাদের সামনেই ৷’ পাশাপাশি পাঞ্জাবের কংগ্রেসের মন্ত্রী নভজ্যোত্ সিং সিধুর পাকিস্তান সফরকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র সস্তা রাজনীতির জন্য কংগ্রেস নেতারা পাকিস্তানকে সুযোগ করে দিয়েছিলো ৷ আশ্চর্যজনক ভাবে, কিছু কংগ্রেস নেতা নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীকে না জানিয়েই চলে যাচ্ছেন পাকিস্তান ৷
Be the first to comment