পাঞ্জাব থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু মোদীর, উঠে এলো ৮৪-এর শিখ বিরোধী দাঙ্গা প্রসঙ্গ

Spread the love

বৃহস্পতিবার পাঞ্জাব থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পাঞ্জাবের গুরুদাসপুরে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। মোদীর বক্তব্যে উঠে এলো ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা ৷ একই সঙ্গে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কমলনাথকেও নিশানা করলেন নমো ৷ এদিন গুরুদাসপুরের সভায় ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার কথা স্মরণ করিয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘পাঞ্জাবের মনে রাখা উচিত সেই নির্মম ইতিহাসের কথা ৷ হাজার শিখ সম্প্রদায়ের মানুষকে খুনের ঘটনা এবং তারপরেও দাঙ্গা অভিযুক্ত ব্যক্তিদের রাজ্যের মুখ্যমন্ত্রী করছে ওরা ৷’

মোদীর কথায়, একটি পরিবারের নির্দেশে ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা সংক্রান্ত ফাইলগুলি লুকিয়ে ফেলা হয় ৷ কিন্তু এনডিএ সরকার তা খুঁড়ে বের করেছে ৷ সিট গঠন করেছে, যার ফল আপনাদের সামনেই ৷’ পাশাপাশি পাঞ্জাবের কংগ্রেসের মন্ত্রী নভজ্যোত্‍ সিং সিধুর পাকিস্তান সফরকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র সস্তা রাজনীতির জন্য কংগ্রেস নেতারা পাকিস্তানকে সুযোগ করে দিয়েছিলো ৷ আশ্চর্যজনক ভাবে, কিছু কংগ্রেস নেতা নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীকে না জানিয়েই চলে যাচ্ছেন পাকিস্তান ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*