বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজারের সভা থেকে আবারও নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভামঞ্চ থেকে দেশের নানা জায়গায় সাম্প্রদায়িক রাজনীতির নিন্দা করে মমতা বলেন, গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন? সব থেকে বেশি গণতন্ত্র মানা হয় বাংলায় ৷ বাংলাকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই ৷ এই বাংলা পৃথিবীকে পথ দেখায় ৷’
একইসঙ্গে তাঁর অভিযোগ, শান্ত বাংলায় অশান্তি বাধানোর চেষ্টা করছে বিজেপি। আমাদের হিন্দুত্ব শেখাচ্ছে ৷ কোনও কাজ নেই ৷ বাংলায় সব পুজো হয়, আমরা ধর্মকে বিক্রি করি না ৷ ধর্ম যার যার, তবে উত্সব সবার ৷
এছাড়াও, এদিন কেন্দ্রীয় সরকারের ডিজিটাল নজরদারিকেও একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সব কম্পিউটারে নজরদারি চলছে ৷ বাড়িতে বউয়ের সঙ্গে কী কথা হচ্ছে তাও জেনে নিচ্ছে ৷ ওরা আবার গণতন্ত্রের শিক্ষা দিচ্ছে ৷
Be the first to comment