এবার রেলের টিকিট কাউন্টার আপনার হাতের মধ্যেই

Spread the love

সমস্ত চিন্তার আবসান। রেলের টিকিট সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে এবার পাকাপাকিভাবে মুক্তি। হ্যাঁ, এমনই এক নতুন চিন্তা ভাবনা নিয়ে এলো রেল। এখন থেকে আপনার মোবাইল ফোনই হয়ে যাবে রেলের টিকিট কাউন্টার। বিশ্বাস না হলেও এটাই সত্যি। এবার আপনি আপনার মোবাইলের মাধ্যমে অসংরক্ষিত টিকিট বুকিং করে নিতে পারেন ‘UTSONMOBILE’ এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে। সারা ভারতেই চালু হয়েছে এই সুবিধা। এতে একদিকে যেমন সময় বাঁচবে, তেমনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপনাকে আর টিকিট কাটার ঝক্কি পোহাতে হবে না।

যাত্রীরা যেকোনও স্টেশনের টিকিট উপরিউক্ত অ্যাপটি ব্যবহার করে কেটে নিতে পারেন।

মোবাইল টিকিট কাটার কিছু নিয়ম-

১) জিপিএস সক্রিয় অ্যানড্রয়েড / উইন্ডোজ / আইওএস (অ্যাপল) মোবাইল ফোনের সঙ্গে ভালো ইন্টারনেট কানেকশন প্রয়োজন।

২) স্টেশন প্রাঙ্গন / রেলওয়ে ট্র্যাক থেকে আনুমানিক ২০ মিটার থেকে ২ কিলোমিটারের মধ্যে খোলা স্থান (বিশেষত) থেকে টিকিট বুকিং করা যেতে পারে।

কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে আপনার ফোনে ‘utsonmobile’ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড ও ইনস্টল করুন।
এরপরই একটি রেলওয়ে ওয়ালেট (R-Wallet) শূন্য ব্যালেন্স দিয়ে তৈরি করা হবে। এই আর-ওয়ালেটটাকে ইউটিএস কাউন্টারে বা www.utsonmobile.indianrail.gov.in এর মাধ্যমে পুনরায় রিচার্জ করা হবে। R-Wallet এর রিচার্জ প্রথমে ১০০ এবং তারপরে ১০০ এভাবে ১০ হাজার টাকা পর্যন্ত করা যেতে পারে। পাশাপাশি রিচার্জ মূল্যের ৫ শতাংশ রেল ওয়ালেট রিচার্জের সময় বোনাস হিসাবে ওয়ালেটে (R-Wallet) যোগ করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*