আর শিবসেনার অপেক্ষা নয়। একাই নির্বাচনে লড়ার প্রস্তুতি নিতে মহারাষ্ট্রের সাংসদদের নির্দেশ দিলেন অমিত শাহ। দীর্ঘদিন ধরেই বেসুরো গাইছিল এনডিএর অন্যতম শরিক শিবসেনা। বিরোধীরা যদি মাথা ব্যাথার অন্যতম কারণ হয়ে থাকে, সেই চাপ আরও বাড়িয়ে তুলেছিল শিবসেনাই। বিশেষ রকরে রামমন্দির ও রাফাল ইস্যুতে। চৌকিদার চোর বলেও সমালোচনা করে শিবসেনা।
বেগতিক দেখে কয়েকবার আসরে নামে আরএসএস। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। বাধ্য হয়েই এবার মহারাষ্টের বিজেপি নেতাদের মানসিকভাবে প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বুধবার এই নিয়ে বৈঠকে বসেন তিনি। মিটিংয়ে উপস্থিত ছিলেন এমন একজন সাংসদ জানান, ৪৮ আসনের লোকসভায় প্রয়োজনে একাই লড়বে বিজেপি। সেভাবেই সবাইকে প্রস্তুত হতে বলেছেন অমিত শাহ।
Be the first to comment