গুরু গোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সিদ্ধান্ত রেলের

Spread the love

গুরু গোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার থেকেই ৩৪টি গুরুত্বপূর্ণ দীর্ঘ দূরত্বের ট্রেন অতিরিক্ত ২ মিনিট করে দাঁড়াবে। পূর্ব রেলের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গুরু গোবিন্দ সিংয়ের ৩৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাটনা সাহিবে প্রচুর ভক্ত সমাগম হবে। এমন বিপুল সংখ্যক ভক্তদের সুবিধার জন্যই ৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ৩৪টি গুরুত্বপূর্ণ ট্রেন অতিরিক্ত ২ মিনিট করে পাটনা সাহিব স্টেশনে দাঁড়াবে।

গুরুত্বপূর্ণ ট্রেন যেমন- পূর্বা এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস, অনন্যা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, দুন এক্সপ্রেস সহ অনান্য আপ ও ডাউন শাখার বহু ট্রেন পাটনা সাহিব স্টেশনে দাঁড়াবে।

উল্লেখ্য, ১৬৬৬ সালে পাটনায় জন্মগ্রহণ করেন গুরু গোবিন্দ সিং। পাটনা সাহিব গুরুদুয়ারা বা তখত শ্রী পাটনা সাহিব শিখদের পাঁচটি পবিত্রতম ‘তখত’ বা কর্তৃপক্ষের আসনগুলির অন্যতম। এই স্থানটি হরমিন্দর তখত নামে পরিচিত হলেও শিখরা এটির সম্মানার্থে এটিকে পাটনা সাহিব বলে থাকেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*