কেরালায় বিজেপি ও সিপিআইএম নেতাদের বাড়িতে ছোড়া হল বোমা, গ্রেপ্তার ২০

Spread the love

কয়েক ঘণ্টার ব্যবধানে কেরালার সিপিআইএম বিধায়ক ও বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা। সিপিআইএম বিধায়কের অভিযোগ, এই ঘটনার পিছনে আরএসএসের-এর হাত রয়েছে। এদিকে, পালটা সিপিআইএম-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ। ঘটনায় ২০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য শুক্রবার রাতে কান্নুরের থালাসারিতে নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন বিজেপি সাংসদ ভি মুরলীধরন। সেই সময় তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এই ঘটনার কয়েক ঘণ্টা আগে কান্নুরের সিপিআইএম বিধায়ক এএন শামসেরের বাড়িতে বোমা ছোড়া হয়।

সিপিআইএম বিধায়ক বলেন, সবরীমালা মন্দিরে ৫০ অনূর্ধ্ব দুই মহিলার প্রবেশের ফলে রাজ্যে উত্তেজনার পরিবেশকে শান্ত করতে একটি সভায় ছিলাম। সেই সময় এই হামলা চালানো হয়। রাজ্যে সংঘর্ষের পরিবেশ তৈরি করতে আরএসএস চক্রান্ত করে এই কাজ করেছে। ওরা রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে চাইছে।

বুধবার ভোরে বিন্দু ও কনকদুর্গা নামে বছর চল্লিশের দুই মহিলা সবরীমালা মন্দিরে প্রবেশ করেন। তাঁরা মাঝরাতে পাহাড়ে উঠতে শুরু করেন ও ভোর ৩টে ৪৫ নাগাদ মন্দিরে পৌঁছান। আয়াপ্পা স্বামীর কাছে প্রার্থনা করার পরই তাঁরা ফিরে যান। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*