বিধানসভায় দাঁড়িয়ে ঘুষ চাইছেন খোদ মন্ত্রীর ব্যক্তিগত সচিব। আর তা করতে গিয়েই ধরা পড়েছেন তাঁরা। আপাতত শ্রীঘরে জায়গা হয়েছে তাঁদের। ঘটনাটি উত্তরপ্রদেশের। বুধবার এক খবরের চ্যানেলে দেখানো হয় এই স্টিং অপারেশনের ভিডিও। সেখানে দেখা যায় বিধানসভার মধ্যেই ঘুষ চাইছেন যোগী সরকারের তিন মন্ত্রীর ব্যক্তিগত সচিবরা। এই ভিডিও প্রকাশ হতেই বিক্ষোভ দেখানো শুরু করেন বিরোধীরা।
তড়িঘড়ি এডিজি রাজীব কৃষ্ণণের নেতৃত্বে একটি স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম ( সিট ) গঠন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই দলকে দায়িত্ব দেওয়া হওয়া হয় গোটা ঘটনাটি তদন্ত করে দেখার জন্য। তদন্ত করতে গিয়ে জানা যায়, সত্যিই ঘুষ চেয়েছেন ওই তিন ব্যক্তিগত সচিব। তাঁরা হলেন খনি ও এক্সাইজ মন্ত্রী অর্চনা পাণ্ডে, অনগ্রসর শ্রেণি উন্নয়ন মন্ত্রী ওম প্রকাশ রাজভর ও শিক্ষামন্ত্রী সন্দীপ সিংয়ের ব্যক্তিগত সচিব। স্ট্রিং অপারেশনের ভিডিওর সত্যতা যাচাই করা হয়। দেখা যায় ওম প্রকাশ রাজভরের ব্যক্তিগত সচিব ওম প্রকাশ কাশ্যপ একজনের কাছে ৪০ লক্ষ টাকা চাইছেন। বাকি দুজনকেও টাকার বিনিময়ে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিতে দেখা যায়। তিন ক্ষেত্রেই অবশ্য খবরের চ্যানেলের কর্মীই পরিচয় গোপন করে বিধানসভায় গিয়েছিলেন। তখনই গোপনে তোলা হয় এই ভিডিও।
এদিকে, স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম নিজেদের তদন্ত রিপোর্ট বুধবার মুখ্যমন্ত্রীর অফিসে জমা দেন। মুখ্যমন্ত্রী সব মন্ত্রীদের ডেকে তাঁর বাসভবনে বৈঠক করেন। তারপরেই ওই তিন মন্ত্রীর ব্যক্তিগত সচিবকে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়। তাঁদের বরখাস্ত করা হয়েছে।
Be the first to comment