বয়স মাত্র ২০ বছর। কিন্তু এর মধ্যেই তাঁর সন্তানের সংখ্যা ১৫। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অসম্ভব এই ব্যাপারটাই সম্ভব করে দেখিয়েছেন ইংল্যান্ডের কেরল হারলক। মাত্র ২০ বছর বয়সেই ১৫ সন্তানের মা তিনি। আদতে কেরল একজন স্যারোগেট মাদার। টাকার বিনিময়ে অন্যের সন্তানকে ধারণ করাই তাঁর পেশা। আর এই পেশায় ইতিমধ্যেই ১৫টি সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
কেরলের চিকিৎসকদের মতে, দুনিয়ার সবথেকে শক্তিশালী জরায়ু রয়েছে কেরলের। আর তার ফলেই এই অসাধ্য সাধন করতে পারেন তিনি। আরও অবাক করার মতো ঘটনা হলো, প্রতিটি সন্তানই তাঁর হয়েছে সিজার করে। কিন্তু এতে একটুও সমস্যা হয়নি তাঁর। এমনকী একসাথে তিন সন্তানের জন্মও দিয়েছেন কেরল।
গত বছরই এই ঘটনা ঘটেছে। যদিও দুই সন্তানের জন্মের পর রক্তচাপ বেড়ে যায় কেরলের। তাই ডাক্তাররা তাঁকে বারণ করেছিলেন তৃতীয় সন্তান ডেলিভারি না করার ব্যাপারে। কিন্তু তিনি রাজি হননি। জোর করেই তৃতীয় সন্তানের জন্ম দেন।
এই মুহূর্তে নিজের ১৬ তম সন্তানের জন্মের অপেক্ষায় রয়েছেন ইংল্যান্ডের এই স্যারোগেট মাদার।
Be the first to comment