৮২ নম্বর ওয়ার্ডে আজ উপনির্বাচন, লড়াইয়ে ফিরহাদ হাকিম

Spread the love

কলকাতা পুরসভার ৮২ নং ওয়ার্ডে রবিবার উপনির্বাচন ৷ ভোটের লড়াইয়ে মুখোমুখি তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম, বিজেপি প্রার্থী জীবনকুমার সেন, কংগ্রেস প্রার্থী অনিমেষ ভট্টাচার্য এবং সিপিআই প্রার্থী শিশির দত্ত ৷ এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৩টে পর্যন্ত।

আগামীকাল ৪২টি পোলিং স্টেশনে হবে ভোটগ্রহণ। পোলিং প্রেমিসেস ১২টি। ৩৩, ৫৬৭ জন ভোটার। ভোটে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণই এই মুহূর্তে তাঁদের একমাত্র লক্ষ্য। কলকাতা পুলিশের গোয়েন্দা রিপোর্ট বলছে, নির্বাচনে অশান্তির সম্ভাবনা একেবারেই কম। এদিন চেতলা উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট দেন ফিরহাদ হাকিম।

জয়ের ব্যাপারে নিশ্চিত ফিরহাদ হাকিম এদিন সাংবাদিকদের বলেন, কত ভোটে তিনি জেতেন এটাই এখন দেখতে চান মেয়র। তিনি বলেন এই লড়াই নিজের সঙ্গেই। চেতলার মানুষ সারা জীবন আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন। মানুষ ভালো বেসেছে। ছোটবেলা থেকেই মানুষের সঙ্গে রয়েছি। মানুষের সমস্যায় পাশে থেকেছি। এখন দেখার গতবারের তুলনায় কতটা বেশি ভোটে জিততে পারি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*