পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের কোনও নেতা বা নেত্রীরই প্রধানমন্ত্রীর হওয়ার সম্ভাবনা নেই। নেহাত সৌজন্যের খাতিরেই মমতা বন্দোপাধ্যায়ের ইচ্ছাকে শুভেচ্ছা জানিয়েছিলাম। শনিবারের অবস্থান থেকে পুরো ১৮০ ডিগ্রি ঘুরে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিতর্কের সূত্রপাত হয় শনিবার। বাংলার মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময়। সাংবাদিক বৈঠক থেকে তাঁর সুস্থতা ও সাফল্য কামনা করেন দিলীপ বাবু। প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাঁকে শুভ কামনাও জানান। একই সঙ্গে তিনি বলেন, বাঙালী রাষ্ট্রপতি হয়েছেন, এবার প্রধানমন্ত্রীর পালা। একই সঙ্গে দিলীপ ঘোষের মত, দলের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী হতে পারেননি জ্যোতি বসু। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালীর আশা পূরণ করবেন। আগামী লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রীর দৌড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে এগিয়ে বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।
তবে রবিবার তিনি নিজের মন্তব্যের সাফাই দিতে নেমে পড়েন। বলেন, জন্মদিনে শুভেচ্ছা জানানো আমাদের পরম্পরা। এটা সৌজন্যের রাজনীতি। আর এটা আমরা পালন করি। যদি কোনওদিন প্রধানমন্ত্রী হন, শুভেচ্ছা জানাবো। তবে যতদিন নরেন্দ্র মোদী আছেন ততদিন মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হওয়ার কোনও সম্ভাবনা নেই।
Be the first to comment