এয়ারপোর্টের মতো এবার রেল স্টেশনেও চালু হতে চলেছে বোর্ডিং টাইম। এমনই পরিকল্পনা রেলমন্ত্রকের। এখন থেকে ট্রেন ছাড়ার ১৫ থেকে ২০ মিনিট আগেই পৌঁছাতে হবে স্টেশনে। সিকিউরিটি চেকিংয়ের জন্যই নির্ধারিত সময়ের আগে স্টেশনে পৌঁছানোর কথা বলা হচ্ছে।
রেলের নিরাপত্তা বাহিনীর ডিরেক্টর জেনেরাল অরুণ কুমার বলেন, “প্রয়াগের কুম্ভমেলা উপলক্ষ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে। এছাড়া কর্নাটকের হুবলি স্টেশনেও এই পরিকল্পনা চালু করা হচ্ছে। পাশাপাশি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরও ২০২ টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে।”
এছাড়া জানা গিয়েছে, পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হবে স্টেশন। পাশাপাশি, আরপিএফ ও কলাপসিবল গেটেরও ব্যবস্থা করা হবে। তবে কতগুলি গেট করা হবে তা পরে ঠিক করা হবে। প্রত্যেকটা গেটে থাকবে জোরদার নিরাপত্তার ব্যবস্থা। নিরাপত্তার জন্য ট্রেন ছাড়ার ১৫ থেকে ২০ মিনিট আগে প্রবেশ পথ সিল করে দেওয়া হবে।
Be the first to comment