অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়। আর সেই ঐতিহাসিক জয়ের পর গর্বিত ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি জানালেন, এখনও পর্যন্ত এটাই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। ২০১১ সালে বিশ্বকাপজয়ী টিমে ছিলেন তিনি। সেই জয়ের থেকেও এগিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়কে। ১৯৪৭ সাল থেকে অস্ট্রেলিয়ায় খেললেও একবারও সিরিজ জিততে পারেনি ভারত। সেই খরা এবার কেটে গেলো বিরাটের হাত ধরে। সিরিজ় জয়ের পর আবেগে ভাসছে ভারতীয় দল।
খুশির আমেজেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল কোহলিকে। দলের খেলায় গর্বিত অধিনায়ক বললেন, এই টিমের অংশ হওয়ার চেয়ে গর্বিত কখনও হইনি। কেবল একটা শব্দ বলতে চাই-‘গর্বিত’। এইরকম প্লেয়ারদের নেতৃত্ব দেওয়া গর্বের বিষয়। ওদের জন্য ক্যাপ্টেনকে এত ভালো দেখাচ্ছে। এদিন বিরাট আরও বলেন, যখন আমরা বিশ্বকাপ জিতেছিলাম, আমি দলের জুনিয়র ক্রিকেটার ছিলাম। ওইসময় দেখেছিলাম, অন্যরা আবেগঘন হয়ে পড়েছেন। কিন্তু, আমার কাছে এখনও পর্যন্ত বড় সাফল্য এই সিরিজ জয়।
Be the first to comment