ভোটের আগে দরাজ মোদী

Spread the love

আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের মানুষদের জন্য সংরক্ষণের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। এই সংরক্ষণ পাবে উচ্চশ্রেণির মধ্যে আর্থিকভাবে যারা দুর্বল তারাই। বার্ষিক রোজগার ৮ লক্ষ টাকার কম হলেই এই সংরক্ষণের আওতায় আসবেন উচ্চশ্রেণির মানুষ। পাশাপাশি যাঁদের ৫ একরের কম জমি রয়েছে এবং বাসস্থান হাজার বর্গফুটের কম তাঁরাও এই সংরক্ষণের আওতায় আসবেন।

তবে এই সিদ্ধান্ত বলবৎ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। বদলাতে হবে সংবিধানের ১৫ নম্বর ধারা।

আর প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরই সরব হন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*