জিম্বাবুয়েতে বৈধ হতে পারে ভারতীয় টাকা। খুব শীঘ্রই সেই নির্দেশিকা কার্যকরী হতে চলেছে। শুধু তাই নয় জিম্বাবুয়ের টাকা ছাপানোর দায়িত্বও পেতে পারে ভারত সরকার। এমনটাই জানা গেছে সাউথ এশিয়ান মনিটর সূত্রে।
জানা গিয়েছে, কিছু দিনের মধ্যেই নাসিক (মহারাষ্ট্র) ও দেবাসের (মধ্য প্রদেশ) নিজস্ব ছাপাখানায় জিম্বাবুয়েন ডলারও ছাপানো শুরু হতে পারে। সেখানে আরও বলা হয়েছে, ২০১৫ সালের অক্টোবরে ইন্ডিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে আসেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। ওই সময় দুই দেশের পদস্থ কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন।
যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে জিম্বাবুয়ে হবে ভারতীয় ব্যাঙ্ক নোট ও টাকশাল থেকে ছাপানো মুদ্রা গ্রহণকারী তৃতীয় দেশ।
Be the first to comment