সোমবার আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের মানুষদের জন্য সংরক্ষণের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা বলেন তিনি। আর এই সংরক্ষণ প্রসঙ্গেই এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আমি যতদূর জানি এই সিদ্ধান্ত অসাংবিধানিক। সুপ্রিম কোর্টের রায়ে বলা আছে সর্বসাকুল্যে ৫০ শতাংশ সংরক্ষণ আইনত যুক্তিযুক্ত কিন্তু সেখানে ১০ শতাংশ (৬০%) সংরক্ষণ বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। যদি সত্যি সত্যিই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা চাকরি পেতেন তাহলে সবচেয়ে বেশি খুশী আমিই হতাম। কিন্তু আমার প্রশ্ন ‘ইলেকশন’-এর জন্য সাধারন মানুষকে কী সরকার এভাবে প্রতারিত করতে পারে?
বর্তমানে দেশে বেকারত্ব সমস্যা আকাশচুম্বী। কিন্তু নির্বাচনের জন্য যুব সমাজকে এভাবে ঠকানোর অধিকার সরকারের নেই, জানালেন মমতা।
এদিন ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী? শুনুন!
Be the first to comment