বিজেপির হাত ছেড়ে দিলো আরেক শরিক। অসমের অসম গণপরিষদ সোমবার সাফ জানিয়ে দিয়েছে যে তারা বিজেপির সঙ্গে জোটে আর নেই। তাদের কথা, নাগরিকত্ব বিল অসম চুক্তির মূল ভিত্তিকেই নাকচ করছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা নাগরিকত্ব (সংশোধনী) বিল ২০১৬ অনুমোদন করার কয়েক ঘণ্টার মধ্যেই অসমে সর্বানন্দ সোনোওয়ালের সরকার এবং দুবছরের জোট ছেড়ে বেরিয়ে আসে তারা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করার পর এই সিদ্ধান্তের কথা জানান অগপ সভাপতি অতুল বোরা। তাদের ক্ষোভ, বিজেপি অসমের মানুষের আবেগ বুঝতে ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, নাগরিকত্ব বিল পেশ করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করার পর থেকেই গোটা অসমে বিক্ষোভ শুরু হয়েছে। বহু জায়গায় জ্বালানো হয়েছে মোদির কুশপুতুলও।
Be the first to comment