সকাল হতেই বামদের ডাকা সাধারণ ধর্মঘট ঘিরে উত্তপ্ত বিভিন্ন জেলা। উত্তর থেকে দক্ষিণ রাস্তায় নেমে বিক্ষোভ-মিছিল-পথ অবরোধ ধর্মঘটীদের। উলুবেড়িয়া, কাটোয়ায় রেল অবরোধ করেন ধর্মঘট সমর্থনকারীরা।
জনজীবন ব্যাহত বীরভূমেও। পুলিসের সঙ্গে ধর্মঘট সমর্থনকারীদের ধস্তাধস্তি পূর্ব মেদিনীপুরে। বারাসাত চাঁপাডালিতে গাড়ি ও স্কুল বাসে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। বেলঘরিয়াতেও পুলিসের সঙ্গে ধর্মঘট সমর্থনকারীদের ধস্তাধস্তি বাধে। বনধের জেরে গার্ডেনরিচে শিব বিল্ডার্সে শ্রমিকদের সঙ্গে বাদানুবাদে উত্তেজনা ছড়ায়। শ্রমিকদের ঢুকতে বাধা দেয় কংগ্রেস পরিচালিত ইউনিয়ন। শ্রমিকরা জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়।
তবে রাজ্যজুড়ে ধর্মঘটের প্রভাব পড়লেও, কোনও প্রভাব পড়েনি কোচবিহারে। সকাল থেকেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা স্বাভাবিক। পাশাপাশি প্রাইভেট গাড়িরও দেখা মিলছে রাস্তায়। কোচবিহারে খোলা রয়েছে সমস্ত দোকান-বাজার। ধর্মঘটের মোকাবিলায় বিভিন্ন জায়গায় পুলিস মোতায়েন করা হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা বিধায়ক মিহির গোস্বামী নিজে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কোচবিহার টার্মিনাসে দাঁড়িয়ে তদারকি করেন।
কোচবিহারের ছবি দেখুন-
Be the first to comment